অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৫ প্রসঙ্গে।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবছর ২০২৫ সালে ৮ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মেধাবী শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্তের জন্য শ্রেণী শিক্ষকের সহিত যোগাযোগ করার জন্য বলা হলো।
৮ম শ্রেনির সকল শিক্ষার্থীকে আরো জানানো যাচ্ছে যে, তাদের ৮ম শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যে আগামী ০৯/১০/২০২৫ খ্রি. তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন ফি বাবদ- ৩২০/- (তিনশত বিশ) টাকা সহ ৬ষ্ঠ শ্রেনির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, স্কুল ড্রেস পরিহিত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি (ইংরেজি) এবং বিদ্যালয় কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন ফরম পুরণ পূর্বক বিদ্যালয়ের অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো।
উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিঃদ্রঃ রেজিস্ট্রেশন না করলে কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
প্রধান শিক্ষক
জুবিলী উচ্চ বিদ্যালয়